পানীয় জলের সঙ্কট : প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা

3rd November 2021 3:28 pm মালদা
পানীয় জলের সঙ্কট : প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা


দেবাশীষ পাল ( মালদা ) : -এলাকায় পানীয় জলের সঙ্কট।দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগি কয়েক'শ পরিবার।বালতি, কলসি নিয়ে রাস্তায় নেমে মহিলাদের বিক্ষোভ। বিক্ষোভে মুখে স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সংগঠন মধ্যপাড়া গ্ৰামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পি এইচ ই দপ্তরের যে পাইপ লাইনে জল সরবরাহ হয়, তাতে সূতোর মতন জল পরে। পঞ্চায়েতে বলেও কোন ফল হয়নি।এর ফলে এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট তৈরি হয়েছে। অন্যদিকে নিকাশি নালা নিয়েও সরব হয় বিক্ষোভকারী মহিলারা। অভিযোগ ড্রেন পরিষ্কার করা হয় না,ড্রেনের নোংরা জল রাস্তায় উপচে পড়ে আর সেই নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। বিক্ষোভের খবর শুনে ছুটে আসেন শাসকদলের হরিশ্চন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েত সদস্য বাবন মল্লিক। তাকে ঘিরে চলে মহিলাদের বিক্ষোভ। যদিও ওই পঞ্চায়েত সদস্যের আশ্বাসের বিক্ষোভ অবরোধ তুলে নেন মহিলারা। পঞ্চায়েত সদস্যের বক্তব্য, একাধিক জায়গায় পাইপ লাইনে ফাটল তৈরি হয়েছে।তার জন্যই জলের ফ্লো কমে গিয়েছে। তবে এই সমস্যা মিটে যাবে।





Others News